-

১৩ সেপ্টেম্বর, ২০১৭

খুব সহজেই আপনার ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ

খুব সহজে ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ


খুব সহজে ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ
"মানুষ সুন্দরের পূজারী"- সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। আর তাই, আপনার ব্লগের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ। এটি শুধুমাত্র আপনার ব্লগের সৌন্দর্য বৃদ্ধি করবে না, আপনার ব্লগে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি করতে এটি সহায়ক ভূমিকা পাওলন করবে। ত চলুন জেনে নেয়া যাক, কিভাবে খুব সহজেই আপনার ব্লগে ফেসবুকের ফান পেজ যুক্ত করা যায়- দেখে নিই- 
💕 প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার জি-মেইলটি আপনার ব্রাউজারে সাইন ইন করে নিন।
💕 এরপর আপনার ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট টি সাইন ইন করে নিন ।
💕 এবার বামপাশে থাকা লে-আউটে ক্লিক করুন,
💕 এবার নিচের চিত্রের নির্দেশনা অনুযায়ী Add Gadget এ ক্লিক করুন,



💕 তারপর HTML/JavaScript এর ডানের + চিহ্নে ক্লিক করে উপরের বক্সে একটি শিরোনাম বসিয়ে দিন এবং নিচের কোডগুলি কপি করে আপনার স্ক্রিনের নিচের বক্সে পেস্ট করে দিন।  

<center><div class="fb-padding"><div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3&appId=1395743857335531";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>

<div class="fb-page" data-href="https://web.facebook.com/ostadg" data-width="340" data-height="230" data-hide-cover="false" data-show-facepile="true" data-show-posts="false"><div class="fb-xfbml-parse-ignore"></div></div></div></center>

💕 কোডগুলির মধ্যে লক্ষ্য করুন যে একটি লাইন লাল রঙের রয়েছে। এই লাল রঙের লেখাটি পুরোপুরি সিলেক্ট করে কিংবা কেটে দিয়ে আপনার ফেসবুক পেজ এর এ্যাড্রেস বা url বসিয়ে দিন।
💕 ব্যস..., এবার স্ক্রিনটির নিচে থাকা Save বাটনে ক্লিক করে প্রিভিউ দিন। দেখুন, আপনার ব্লগে ফেসবুক পেজটি কত সুন্দর দেখাচ্ছে । আপনার ব্লগটিও কিন্তু আগের চেয়ে বেশ সুন্দর লাগছে। 

ধন্যবাদ পাঠকবৃন্দ। আমার পোস্ট যদি আপনাদের ভাল লাগে তবে একটা কমেন্ট করে অনুপ্রেরণা যোগাতে ভূলবেন না প্লিজ।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন