-

১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি

সেপ্টেম্বর ১৬, ২০১৭ 1
বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি-



বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি
আপনি কি নতুন ব্লগার? এখনো ব্লগের url সাবমিট করেন নাই? তাহলে এই পোস্টটি আপনার জন্যেই। প্রথমে জেনে রাখুন ব্লগের url কেন সাবমিট করবেন? আপনার নিশ্চয় অজানা থাকার কথা নয়- আমরা যখন গুগুল, বিং, ইয়াহু, আস্ক ইত্যাদি সার্চ ইঞ্জিনে প্রয়োজনীয় কোন শব্দ লিখে সার্চ দিই তখন সেই সার্চ ইঞ্জিন মুহুর্তের মধ্যে অসংখ্য ওয়েব বা ব্লগ সাইট আমাদের সামনে এনে উপস্থিত করে। প্রশ্ন আসতে পারে এইসব সার্চ ইঞ্জিন ঐগুলি ওয়েব বা ব্লগ সাইট চিনল কি করে? জ্বি, এটা ঘটেছে কারন সেইগুলি ওয়েব বা ব্লগ সাইট এইসব সার্চ ইঞ্জিনে সাবমিট করা আছে। এখন আপনার ব্লগ বা ওয়েব সাইটের এ্যাড্রেস (url) এইসব সার্চ ইঞ্জিনে কিভাবে সাবমিট করবেন তা নিয়ে আলোচনায় আসছি। আর আগেই ত বলে দিয়েছি এ কাজটি করতে আপনার মোটেও খরচ হবে না। দেখুন তাহলে কিভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করবেন-  

আপনে প্রথমেই আপনার ব্লগের এ্যাড্রেস বা url কপি করে রাখুন। এবার Free Web Submission প্রোগ্রামটির মাধ্যমে আমাদের url সাবমিট করব। Free Web Submission প্রোগ্রামটিতে প্রবেশের জন্য আপনে এখানে ক্লিক করুন। প্রোগ্রামটিতে প্রবেশ করার পর একটু নিচের দিকে নেমে দেখুন আপনে নিচে প্রদর্শিত ছবির মত একটি উইন্ডো পেয়ে গেছেন।


এখানে ১ম বক্সে অর্থাৎ Website Url বক্সে আপনার ব্লগ বা ওয়েব সাইটের এ্যাড্রেসটি লিখুন। Name এর বক্সে আপনার গুগুল প্রোফাইলের নাম লিখুন। Email Address এর বক্সে আপনার মেইল এ্যাড্রেসটি ;লিখুন। এবার I have raed and agree to the term এর পাশের চেক বক্সে একটি টিক চিহ্ন দিয়ে সবার নিচে থাকা Submit Your Site এ ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষন পর আপনার মেইলটি তারা ভেরিফিকেশন করতে চাইবে। ভেরিফিকেশন করুন। ব্যস আপনার কাজ শেষ।

বিঃ দ্রঃ অনেক সময় গুগুল আর বিং ইঞ্সাজিনে সাবমিট হতে সমস্যা সৃস্টি করে। যদি আপনার বেলায় তাই ঘটে, তবে Google কিংবা Bing এর সার্চ বক্সে লিখুন webmaster/tools/url submit. এরপর যে বক্স পাবেন তাতে আপনার Url বসিয়ে সাবমিটটি সম্পন্ন করুন।  

ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর পোস্টটি আপনাদের উপকারে আসলে কমেন্ট করতে ভূলবেন না কিন্ত। 

১৪ সেপ্টেম্বর, ২০১৭

খুব সহজেই আপনার ব্লগে যুক্ত করুন সোশ্যাল শেয়ার বাটন

সেপ্টেম্বর ১৪, ২০১৭ 0
কিভাবে ব্লগে শেয়ার বাটন যুক্ত করবেন?

খুব সহজেই আপনার ব্লগে যুক্ত করুন সোশ্যাল শেয়ার বাটন
আপনার ব্লগের পোস্টে শেয়ার বাটন নেই? কোন সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কত সহজেই আপনার ব্লগ সাইটের পোস্টে শেয়ার বাটন যুক্ত করে নিবেন। কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আপনি শুধু নিচের নির্দেশনাগুলি অনুসরণ করতে থাকুন -
 🙍 প্রথমে আপনার আপনার ব্রাউজারে মেইলটি সাইন ইন করে নিন। সেইসাথে আপনার ব্লগ এ্যাকাউন্টটিও সাইন করে নিন।
🙍 এবার আপনার ব্লগ ড্যাশবোর্ড এর বামে Layout এ ক্লিক করুন। তারপর নিচের প্রদর্শিত চিত্রটি অনুযায়ী Add Gadget এ ক্লিক করুন। 
উপরের চিত্রের ৩ এ ক্লিক করলে নিচের চিত্রের মত দেখাবে-



















এবার উপরে প্রদর্শিত চিত্রের ৪নং বক্সে আপনার পছন্দমত একটি শিরোনাম বসিয়ে দিন। অতঃপর ৫নং বক্সে নিচে দেখানো কোডগুলি কপি করে পেস্ট করে দিন। এরপর সেভ করে প্রিভিউ দেখুন। ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না কিন্ত।

উপর-নিচ বরাবর শেয়ার বাটনের কোড -


<div class="a2a_kit a2a_kit_size_32 a2a_floating_style a2a_vertical_style" style="left:0px; top:150px;">
    <a class="a2a_button_facebook"></a>
    <a class="a2a_button_twitter"></a>
    <a class="a2a_button_google_plus"></a>
    <a class="a2a_button_pinterest"></a>
    <a class="a2a_dd" href="https://www.addtoany.com/share"></a>
</div>

<script async src="https://static.addtoany.com/menu/page.js"></script>  




আড়াআড়ি বরাবর শেয়ার বাটনের কোড -


<div class="a2a_kit a2a_kit_size_32 a2a_floating_style a2a_default_style" style="bottom:0px; right:0px;">
    <a class="a2a_button_facebook"></a>
    <a class="a2a_button_twitter"></a>
    <a class="a2a_button_google_plus"></a>
    <a class="a2a_button_pinterest"></a>
    <a class="a2a_dd" href="https://www.addtoany.com/share"></a>
</div>

<script async src="https://static.addtoany.com/menu/page.js"></script>



আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

১৩ সেপ্টেম্বর, ২০১৭

খুব সহজেই আপনার ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ

সেপ্টেম্বর ১৩, ২০১৭ 0
খুব সহজে ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ


খুব সহজে ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ
"মানুষ সুন্দরের পূজারী"- সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। আর তাই, আপনার ব্লগের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার ব্লগে যুক্ত করুন ফেসবুকের ফান পেজ। এটি শুধুমাত্র আপনার ব্লগের সৌন্দর্য বৃদ্ধি করবে না, আপনার ব্লগে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি করতে এটি সহায়ক ভূমিকা পাওলন করবে। ত চলুন জেনে নেয়া যাক, কিভাবে খুব সহজেই আপনার ব্লগে ফেসবুকের ফান পেজ যুক্ত করা যায়- দেখে নিই- 
💕 প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার জি-মেইলটি আপনার ব্রাউজারে সাইন ইন করে নিন।
💕 এরপর আপনার ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট টি সাইন ইন করে নিন ।
💕 এবার বামপাশে থাকা লে-আউটে ক্লিক করুন,
💕 এবার নিচের চিত্রের নির্দেশনা অনুযায়ী Add Gadget এ ক্লিক করুন,



💕 তারপর HTML/JavaScript এর ডানের + চিহ্নে ক্লিক করে উপরের বক্সে একটি শিরোনাম বসিয়ে দিন এবং নিচের কোডগুলি কপি করে আপনার স্ক্রিনের নিচের বক্সে পেস্ট করে দিন।  

<center><div class="fb-padding"><div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3&appId=1395743857335531";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>

<div class="fb-page" data-href="https://web.facebook.com/ostadg" data-width="340" data-height="230" data-hide-cover="false" data-show-facepile="true" data-show-posts="false"><div class="fb-xfbml-parse-ignore"></div></div></div></center>

💕 কোডগুলির মধ্যে লক্ষ্য করুন যে একটি লাইন লাল রঙের রয়েছে। এই লাল রঙের লেখাটি পুরোপুরি সিলেক্ট করে কিংবা কেটে দিয়ে আপনার ফেসবুক পেজ এর এ্যাড্রেস বা url বসিয়ে দিন।
💕 ব্যস..., এবার স্ক্রিনটির নিচে থাকা Save বাটনে ক্লিক করে প্রিভিউ দিন। দেখুন, আপনার ব্লগে ফেসবুক পেজটি কত সুন্দর দেখাচ্ছে । আপনার ব্লগটিও কিন্তু আগের চেয়ে বেশ সুন্দর লাগছে। 

ধন্যবাদ পাঠকবৃন্দ। আমার পোস্ট যদি আপনাদের ভাল লাগে তবে একটা কমেন্ট করে অনুপ্রেরণা যোগাতে ভূলবেন না প্লিজ।
  

৬ সেপ্টেম্বর, ২০১৭

নতুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস

সেপ্টেম্বর ০৬, ২০১৭ 2
আপনি কি নতুন ব্লগার ? তবে এই পোস্টটি আপনার জন্যই-

ড্যাশবোর্ড সেটিংস ১ম পর্ব 


মার আজকের পোস্টটি ন্তুন ব্লগারদের জন্য। আজ আলোচনা করব- ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউটের সেটিংস নিয়ে। এই ড্যাশবোর্ডের সেটিংস কিন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে এমন কিছু সেটিংস আছে যেগুলিতে আপনি ভূল করলে আপনার ব্লগ এ্যাড্রেসটি সার্চ ইঞ্জিন থেকে হারিয়ে যেতে পারে। ফলে, ভিজিটররা আপনার ব্লগ খুজে নাও পেতে পারে। যাই হোক মূল কাজে আসি তাহলে,

ন্তুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস

আপনি যখন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন তখন সেখানে উপরের চিত্রের মত উইন্ডোজটি দেখতে পাবেন। এগুলির আলোচনা নিচে পর্যায়ক্রমে দেখানো হলো-

➽ সর্ব প্রথমে বামের উপরের দিকে লক্ষ্য করুন Blogger লেখাটির নিচে একটি নাম প্রদর্শিত হচ্ছে। এখানে আপনার ব্লগের নাম দেখাবে। তার নিচেই দেখুন View Blog লিখা আছে। এখানে ক্লিক করে আপনি আপনার ব্লগটিকে দেখতে কেমন লাগে তা দেখতে পারবেন।

➽ Posts - এখানে আপনি আপনার ব্লগে কি কি পোস্ট করেছেন বা কি কি পোস্ট করার প্রস্ততি নিচ্ছেন তা দেখতে পারবেন। যেমন, All এ আপনার প্রকাশিত বা অপ্রকাশিত সমস্ত পোস্ট দেখাবে, Draft এ আপনার অপ্রকাশিত পোস্ট দেখাবে এবং Published এ আপনার প্রকাশিত পোস্ট দেখাবে।

➽ Stats - এখানে আপনি পাবেন আপনার ব্লগের পাঠক বা ভিজিটরের তথ্য। যেমন ধরন- Overview এর মাধ্যমে আপনি জানতে পারবেন, এই মুহুর্তে, আজ সারাদিন বা গতকাল, এই সপ্তাহে, এই মাসে বা ব্লগটির শুরু থেকে সর্বমোট কত জন পাঠক বা ভিজিটর আপনার ব্লগসাইটে ঢুকেছে? আপনাকে কতজন অনুসরণ করছে? ইত্যাদি তথ্য। লক্ষ্য করুন- ডানদিকে Followers এর নিচে ছোট্র করে লিখা রয়েছে যে Manage Tracking Your Own Pageview এখানে ক্লিক করে Don't Track My View for This Blog এর চেকবক্সে টিক চিহ্ন দিয়ে বেড়িয়ে আসুন। তাহলে আপনি নিজে যতবারই ব্লগটি ভিজিট করুন না কেন আপনার ব্লগের ড্যাশবোর্ডে তা হিসেব করবে না। ফলে, আপনে শুধুমাত্র মূল পাঠকের সংখ্যা জানতে পারবেন।

Posts- এ ক্লিক করে আপনে জানতে পারবেন যে আপনার ব্লগের কোন কোন পেজ বা কোন কোন পোস্ট পাঠকরা কতবার পড়েছে, সর্বোচ্চ পঠিত পোস্ট ইত্যাদি তথ্য।

Traffic Sources-  এ ক্লিক করে আপনার পাঠক বা ভিজিটর কোন সূত্রে আপনার ব্লগে প্রবেশ করেছে, তারা কী ধরনের কী-ওয়ার্ড ব্যবহার করেছে, কোন সার্চ ইঞ্জিনের দ্বারা এসেছে ইত্যাদি তথ্য জানতে পারবেন।

Audience - এ ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার পাঠক কোন দেশের বাসিন্দা, আপনার ব্লগে আসার জন্য তারা মোবাইল নাকি কম্পিউটার ব্যবহার করেছে কোন ব্রাউজারের দ্বারা আপনার ব্লগে ঢুকেছে ইত্যাদি তথ্য।

➽ Comments - এখান থেকে আপনার ব্লগে করা মন্তব্য সম্পর্কে জানতে পারবেন। যেমন, Published এ ক্লিক করে আপনি জানতে পারবেন কে বা কারা আপনার ব্লগে কোন পোস্ট এ মন্তব্য করেছে। Awaiting Moderation এ ক্লিক করে আপনার অপেক্ষমান মন্তব্য সম্পর্কে জানতে পারবেন। Spam হচ্ছে নিরাপত্তাজনিত কারনে যে মন্তব্যগুলি প্রকাশ পায়নি সেইগুলি।

➽ Earnings - এটিই মূলত মূল আলোচ্য বিষয়। Earnings এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার ব্লগে কেমন আয় হচ্ছে। যারা এখনো ব্লগের ন্তুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস    এর জন্য আবেদন করেন নাই তারা এখান থেকেই আবেদন করতে পারবেন। তবে Google AdSense সম্পর্কে ভাল্ভাবে না জেনে আবেদন  করতে যাবেন না। কারন, আপনি একবার Unapproval হয়ে গেলে ২য় বার সুযোগ নাও পেতে পারেন। এ সম্পর্কে আমার একটি বিস্তারিত পোস্ট থাকবে।

আজ এ পর্যন্তই। ড্যাশবোর্ড সংক্রান্ত সেটিংসের বাকি অংশ নিয়ে আমি শীঘ্রই ২য় পর্ব নিয়ে আসছি। সেই পর্যন্ত সকলেই ভাল থাকবেন। আল্লাহ-হাফেজ। 

৩১ আগস্ট, ২০১৭

কিভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়?

আগস্ট ৩১, ২০১৭ 1
ইন্টারনেট থেকে আয় করতে চান?
অন -লাইনে আয়ের উপায়সমূহ 

কিভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়?
আজকের পোস্টে থাকছে আমরা কি কি উপায়ে অন-লাইন থেকে আয় করতে পারি? তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কোথায় থেকে এবং কেমন করে অন-লাইনে আয় করা সম্ভব-

🔎 ইউ-টিউব থেকে আয়-
আপনার যদি একটি জি-মেইল এ্যাকাউন্ট থাকে তবে খুব সহজেই আপনি একটি ইউ-টিউব চ্যানেল খুলতে পারেন। এই চ্যানেলে আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন গুগুল সেই ভিডিওতে তাতে নিজস্ব বিজ্ঞাপন জুড়ে দিবে। এই বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনদাতারা তাদের নিজস্ব ফায়দা লুটবে এবং গুগুল এর মধ্যস্থতা করে আপনাকে আয়ের একটা অংশ প্রদান করবে। তবে আপনার ভিডিওগুলি অবশ্যই সৃজনশীল এবং দর্শকের কাছে আকর্ষনীয় হতে হবে।


🔎 ব্লগ থেকে আয়
ইউ-টিউবের মতই বক্লগ থেকেও আপনি আয় করতে পারবেন অতি সহজেই। প্রথমে একটি ব্লগ এ্যাকাউন্ট খুলুন। এরপর, আপ্নে যে বিষয়ে দক্ষ সে বিষয়ে লিখতে আরম্ভ করে দিন। আপনার লেখা দ্বারা যদি পাঠকগণ উপকৃত হতে থাকে তাহলে আপনার ব্লগে বেশী বেশী পাঠক আসতে থাকবে। যখন আপনার ব্লগে পাঠকের সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে থাকবে তখন ইউ-টিউবের মত আপনার ব্লগে গুগুল বিজ্ঞাপন দিতে থাকবে এবং একই প্রক্রিয়ায় আপনার আয় হতে শুরু করবে। আপনার লেখা যত বেশী সৃজনশীল এবং যুগোপযোগী হতে থাকবে আপনার ইনকামও তত বাড়তে থাকবে।

🔎 ক্যাপচা টাইপ করে আয়
আপনি নিয়মিত অনলাইনে থাকেন কিন্তু কোন নির্দিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই। তাতে কি? গুগুল অনভিজ্ঞ ও অদক্ষ লোকদের জন্যেও আয়ের ব্যবস্থ্যা করে দিয়েছে। এখানে ক্লিক করে গুগুলের 2captcha.com এ আপনার ইমেইল বা জিমেইল এ্যাকাউন্টটি রেজিস্টার করে নিন। এর পর আপনি হয়ে গেলেন 2captcha.com এর একজন ইউজার। এখন নিয়মিত আপনার ইউজার প্যানেলে ঢুকুন আর গুগুলের দেয়া ক্যাপচাগুলি দেখে দেখে টাইপ করে দিন। ব্যস, শুরু হয়ে গেল আপনার ইনকাম। আপনি যত বেশি ক্যাপচা টাইপ করতে পারবেন আপনার তত বেশি আয় হতে থাকবে। 📘  ক্যাপচা মানে হচ্ছে ভেরিফিকেশন নাম্বার কিংবা ছবি নির্বাচন।

 🔎 আউটসোর্সিং থেকে আয়
আউটসোর্সিং হচ্ছে এক ধরনের ঠিকাদারী ব্যবসার মত। আপনার যদি বিশেষ কোন কাজে খুব বেশি অভিজ্ঞতা থেকে থাকে কিংবা অন-লাইনের মাধ্যমে সেবা প্রদান করা যায় এমন কাজ যদি আপনার জানা থাকে তবে আউটসোর্সিং এর বিভিন্ন প্লাটফর্মে আপনার নাম রেজিস্টার করে নিন। এসব প্লাটফর্ম আপনাকে আপনার কাজের জন্য কাস্টোমার পাইয়ে দিবে। যেমন ধরুন, মিঃ রহিম সাহেব একটি ওয়েব সাইট খুলতে চায় এবং সেজন্য একজন ভাল ওয়েব ডেভোলোপারের খোজ করছেন। এমতাবস্থ্যায় আপনার নিবন্ধনকৃত প্লাটফর্ম তখন আপনার নামটিকে একজন ভাল ডেভোলোপার হিসাবে  ঐ রহিম সাহেবের কাছে উপস্থাপন করে আপনাকে কাজটি পাইয়ে দিতে সার্বিক সাহায্য করবে। এই কাজের ধরন অনলাইনভিত্তিক অন্য যে কোন ক্ষেত্রেও হতে পারে।

আজ এ পর্যন্তই। আমার পরবর্তী পোস্টে আরো সহজ করে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করব ইনশাল্লাহ।   

২৭ আগস্ট, ২০১৭

ব্লগে ভিজিটর বৃদ্ধির জন্য অবশ্যই করনীয় কিছু কাজ

আগস্ট ২৭, ২০১৭ 0
নতুন ব্লগ সাইট খুলেছেন?
আপনার জন্য কিছু পরামর্শ-

এসইও টিউটোরিয়াল পর্ব-০১ (ভিজিটর বৃদ্ধির জন্য পূর্ব কাজ)

আপনার ব্লগে ভিজিটর আসছে না? সোশাল সাইটে পোস্ট শেয়ার করে আর কতইবা ভিজিটর আসবে বলুন?  ব্লগের উন্নয়ন সাধনে নিচের কাজগুলি অনুসরন করার চেষ্টা করুন-

💞 আপনার ব্লগটিতে একটি এসইও ফ্রেইন্ডলী এবং রেসপনসিভ টেম্পোলেট ব্যবহার করুন। গুগুলে সার্চ দিলে আপনি অনেক ফ্রি টেম্পলেট ডাউনলোড করতে পারবেন। তবে, ফ্রি টেম্পলেট তেমন ফল্প্রসূ নয়।

💞 ড্যাশবোর্ডে বা নিয়ন্ত্রন প্যানেলে না বুঝে কোন সেটিং পরির্তন করা থেকে বিরত থাকুন। কারন, এখানে এমন কিছু সেটিং আছে যা আপনার অজান্তেই আপনার ব্লগ এড্রেসকে ভিজিটরের কাছে হাইড করে রাখবে।

💞 আপনার ব্লগে কিছু পেজ তৈরি করুন যা সার্চ ইঞ্জিনকে ব্লগটির বিষয়বস্ত সম্পর্কে ধারনা দিবে ফলে আপনার ব্লগটি যে কেউ সহজেই খুজে পাবে।

💞 একটি নির্দিষ্ট সময় পর পর  নিয়মিত পোস্ট করুন। আজ কয়েকটা পোস্ট দিয়ে কয়েকদিন বিরত থেকে আবার কয়েকটা পোস্ট দেয়া এমন কাজ থেকে বিরত থাকুন। সম্ভব না হলে প্রতি তিন দিন পর পর একটি করে পোস্ট করুন।

💞 আপনি যদি আপনার পোস্টে কোন ছবি ব্যবহার করেন তবে ছবিটির প্রোপ্রাটিজ এ অবশ্যই কিছু বর্ননা লিখুন যা সার্চ ইঞ্জিনের জন্য আপনার ব্লগকে খুজে পেতে সহজ করে দিবে।

💞 প্রতিটি পোস্টের জন্য লেবেল বা সূচী ব্যবহার করুন। এবং ছবির জন্য সার্চ ডেসক্রিপশন বক্সে কিছু বর্ননা লিখুন।

💞 পোস্টের শুরুতে অতিরিক্ত বক্তব্য না রেখে মূল কাজে দ্রুত ফিরে যাবেন। এতে পাঠকের কাছে বিরক্তির বিষয় দূর হবে এবং পাঠক আপনার ব্লগটি পড়তে আগ্রহী হবে।

💞 প্রতিটি পোস্ট বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করুন। এদিক থেকেও কম ভিজিটর ত আসে না! 

💞 বিষয় বস্তর সাথে মিল রেখে ছবি ব্যবহারের চেষ্টা করুন। ব্যবহৃত ছবির সাথে আপনার ব্লগ পোস্টের কোনই মিল নাই এমন ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

💞 এমন ধরনের পোস্ট করার সিদ্ধান্ত নেন যার পাঠকসংখ্যা অনেক আছে। আপনি আজগুবি কোন বিষয়ে লিখলেই ত আর পাঠক তা পড়বে না। মনে রাখবেন, একজন পাঠক তার মূল্যবান সময় ব্যয় করে আপনার ব্লগটি পড়ছেন।
💞 আপনার ব্লগের নাম ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে পোস্ট তৈরী করুন। 


 মোট কথা - ব্লগ সাইটে ভিজিটর বাড়াতে নানা রকম কারসাজি করতে হয়। উপরের পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করুন। এগুলো পরামর্শ আপনার ব্লগে ভিজিটর বাড়াতে সাহায্য করবে। ভিজিটর বাড়ানোর কলাকৌশল নিয়ে আমার পরবর্তী পোস্ট থাকবে, ইনশাল্লাহ। 


২৫ আগস্ট, ২০১৭

খুব সহজেই ব্লগ সাইট খুলুন সম্পূর্ণ ফ্রি

আগস্ট ২৫, ২০১৭ 0
কিভাবে একটি ওয়েব সাইট খুলবেন?


ব্লগ টিউটোরিয়াল পর্ব-০১ (ব্লগ সাইট তৈরী)

জানতে হলে ভিজিট করুন ওস্তাদ জ্বি
প্রথমেই বলে রাখি একটি ওয়েব সাইট খুলতে যা যা লাগবে-
💢 একটি জি-মেইল কিংবা ই-মেইল এ্যাকাউন্ট দরকার ,
💢 পূর্ব নির্ধারিত ওয়েব সাইটটির নাম ঠিক করে রাখুন,
💢 পূর্ব নির্ধারিত ওয়েব সাইটটির ঠিকানা ঠিক করে নিন (যদি আপনার নির্ধারিত ঠিকানার ওয়েব সাইট পূর্বেই কেউ ব্যবহার করে ফেলে তবে আরো দু-একটি ঠিকানা আপনে আগেই ঠিক করে রাখুন যাতে করে সেই সময় আপনে পেরেশানিতে না পড়েন। কারন, এই ঠিকানাই হচ্ছে আপনার ওয়েব এ্যাড্রেস যার সাহায্যে মানুষ আপনার ওয়েবটিকে চিনবে।
💢 আপনার পূর্ব প্রস্ততি প্রায় শেষ। এখন আপনাকে পূর্ব প্রস্ততি হিসাবে যা করতে হবে তা হলো একটি প্লাটফর্ম নির্বাচন করা। অর্থাৎ কোন প্লাটফর্মের অধীনে আপনি আপনার ফ্রি ব্লগ সাইটটি খুলতে চান তা পূর্বেই ভেবে রাখুন। আমি এখানে কিছু ফ্রি এবং জনপ্রিয়তা অর্জন করেছে এমন কিছু প্লাটফর্মের নাম দিচ্ছি আপনি ইচ্ছে করলে এখান থেকেই প্লাটফর্ম নির্ধারণ করে নিতে পারেন। যেমন ধরুন- blogspot, wordpress, wix, weebly ইত্যাদি।  আমি অবশ্য আপনাদের blogspot দিয়ে উদাহরণ দিব। কারণ এটি google এর নিজস্ব প্লাটফর্ম এবং বেশ জনপ্রিয়। এবার তাহলে মূল কাজ শুরু করা যাক। আপনি নিচের পদক্ষেপগুলি ধাপে ধাপে অনুসরণ করুন-

১) আপনার এ্যাকাউন্টটি লগ ইন করা না থাকলে এখান থেকে লগ ইন করুন।
২) গুগলের সার্চ বক্সে লিখুন Create a blog in blogspot অথবা এখানে ক্লিক করুন- 
৩) এবার নিচের চিত্রের ন্যায় একটি পাতা আসবে-

৪) এবার শিরোনাম বা Blog Title বক্সে আপনার কাঙ্খিত ব্লগের নাম লিখুন।

৫) ঠিকানা বা Address বক্সে াপনার পূর্ব পরিকল্পিত ঠিকানা বসান। যদি দেখেন আপনার দেয়া ঠিকানা Available নেই তবে অন্য কোন ঠিকানা দিয়ে চেষ্টা করুন। এক সময় আপনার দেয়া ঠিকানাকে তারা Available দেখাবে।
৬) এবার নিচের দিকে দেখুন গুগুলের দেয়া কিছু টেম্পলেট এর ছবি প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আপাতত যে কোন একটি টেম্পলেট নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনে আপনার পছন্দমত টেম্পলেট বদল করতে পারবেন। 
৭) এবার ব্লগ তৈরী করুন বা create blog এ ক্লিক করুন। ব্যস, তৈরী হয়ে গেল আপনার নিজস্ব ব্লগ সাইট। 

বিঃদ্রঃ ব্লগ তৈরীর পর পরই আপনার ব্লগ কিন্ত দেখাবে না। আপনে যা দেখছেন সেটি আপনার ব্লগের ড্যাশ বোর্ড বা নিয়ন্ত্রন বোর্ড। এখান থেকে লে-আউট সিলেক্ট করে ভিউ ব্লগ এ ক্লিক করুন তবেই আপনার ব্লগটিকে দেখতে পারবেন। 


ড্যাশ বোর্ড বা নিয়ন্ত্রন বোর্ড সংক্রান্ত পোস্ট পরবর্তীতে দিব, ইনশাল্লাহ। সবাই ভাল থাকবেন।